
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মহাসিন হোসেন বাবলু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। করোনা উপসর্গ নিয়ে শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত ২টার দিকে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি সাতক্ষীরা শহরের রসুলপুর মেহেদীবাগের মুনসুর আলীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দু’ মেয়েসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সাতক্ষীরায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, মহসিন হোসেন বাবলু জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কয়েকদিন ধরে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভূগছিলেন। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বুকের ব্যাথা অনুভব করেন তিনি। পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত্যু বলে ঘোষণা করা হয়। ধারনা করা হচ্ছে হাসপাতালে নেয়ার আগে নিজ বাসাতেই ইন্তেকাল করেন তিনি।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বলেন, মহসিন হোসেন বাবলুর নমুনা সংগ্রহ করা হবে। স্বাস্থ্য বিভাগের রীতিনীতি মেনে তার লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। তার বাড়ি লক ডাউন করা হবে।
উল্লেখ্য, মহসিন হোসেন বাবলুর স্ত্রী সাতক্ষীরা সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মর্জিনা খাতুনও জ্বরে আক্রান্ত হয়ে বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে।
এদিকে মহাসিন হোসেন বাবলুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এমপি রবি। শোক প্রকাশের পাশা পাশি সকলকে করোনা প্রতিরোধে সরকারি স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলারও আহবান জানিয়েছেন এমপি রবি।