এস এম মোস্তফা কামাল
বিশিষ্ট সাহিত্যিক ও
জেলা প্রশাসক, সাতক্ষীরা ।
যার কাজ করার সে কাজ করবে
সে কাজের ভুল ধরতে ও লোক লাগবে ।
যে কোনো কাজ করেনা
সেই তো ভুল ধরবে
তাকেও তো প্রমাণ করতে হবে
সেও কারো চেয়ে কম নয়
মিথ্যাচার কখনো পায় না জয়
জয় হবে সত্যের, হও নির্ভয়।
জেনো ক্ষয় হবে মিথ্যার
হবে নিশ্চয়।
ভালোবেসে নিজ কাজ
দুরে ঠেলি লোক লাজ
লও তবে বীর সাজ
কর সবে নিজ কাজ
গুটাবে লেজ সব
নিন্দুক আর ঠকবাজ ।
বি: দ্র: জেলা প্রশাসকের ফেসবুক ওয়াল থেকে নেয়া।
পাদটিকা: সেই সকল দেশ প্রেমিক স্বেচ্ছাসেবী করোনা যোদ্ধা যারা স্থানীয় প্রশাসন , রাজনৈতিক দল,ও জনপ্রতিনিধিদের পাশাপাশি নীতি নৈতিকতা নিয়ে সাতক্ষীরা জেলার জন্য এ মহা সংকটে দিনরাত পরিশ্রম করে চলেছেন তাদের জন্য এ ক্ষুদ্র প্রচেষ্টা ।