অনলাইন ডেস্ক: দেশে করোনাভাইরাসে নতুন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮৫১ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। একই সময়ে ২৭ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা শুক্রবার (৭ আগস্ট) দুপুরে করোনাভাইরাসবিষয়ক স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭৬০ জন।
দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ২ লাখ ৫২ হাজার ৫০২ জন। মোট মারা গেছেন ৩ হাজার ৩৩৩ জন। মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৫৮৪ জন।
এর আগের ২৪ ঘণ্টায় (৬ আগস্ট জানানো হয়) করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে ৩৯ জন মারা যান। নতুন রোগী শনাক্ত হন দুই হাজার ৯৭৭ জন।
বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি।