
দেবহাটা প্রতিনিধি: ২০০৬ সালের ২৮অক্টোবর আওয়ামীগের লগি-বৈঠার বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৪টায় সখিপুর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক পরিদর্শন করে উপজেলা জামায়াত অফিসের সামনে এসে শেষ হয়। এ বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম। তিনি বলেন, ২৮ অক্টোবর ২০০৬ সাল জাতির ইতিহাসে এক কালো দিন। ওই দিন আওয়ামী লীগ ও তাদের দোষরদের হামলায় ঢাকাসহ সারাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ১৪জন নেতাকর্মী শহীদ হন এবং আহত হন সহস্রাধিক নেতা-কর্মী। সারা দেশেই ১৪ দলের সন্ত্রাসীরা হামলা চালিয়ে চরম নৈরাজ্য সৃষ্টি করে। আওয়ামী সন্ত্রাসীরা মানুষ হত্যা করে মৃতদেহের ওপর নৃত্য করে বর্বর আনন্দ-উল্লাসে মেতে ওঠে যা সারা বিশ্বের গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। এই ঘটনা ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী সোলায়মান হোসাইন, আব্দুল গফুর সরদার, ইসরাইল আশেক মাগফুর, কর্মপরিষদ সদস্য মাওঃ দেলোয়ার হোসেন, মাও: আব্দুল ওয়াহেদ, মাও: রুহুল আমিন, মাও: শামসুল আরিফ, মাওলানা আনোয়ারুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের দেবহাটা উত্তর শাখার সভাপতি রোকনুজ্জামান রোকন সহ উপজেলা ও ইউনিয়নের দায়িত্বশীলবৃন্দ।

