দেবহাটা থানা পুলিশের ত্রাণ তহবিলে মাহমুদুল আলম বিবিসির পক্ষ থেকে পাঁচশত কেজি চাউল প্রদান করা হয়েছে। সোমবার সন্ধ্যায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব সাহার কাছে সংযুক্ত আরব আমিরাত জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদুল আলম বিবিসি পক্ষ থেকে চাউল প্রদান করেন মীর সুমন। এই বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব সাহা বলেন, সারা বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমন বেড়েই চলেছে। আর এই পরিস্থিতিতে আমাদের সতক্ষীরা সহ আমাদের দেশের মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষ মানবেতর জীবণযাপন করছে। আমরা দেবহাটা থানা পুলিশের পক্ষ থেকে রাতের আঁধারে অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সামগ্রী প্রদান করছি। প্রবাসে বসবাসকারী এই ব্যক্তি যেভাবে দেশের দূর্যোগের দিনে মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন তা প্রশংসার দাবি রাখে। সবাই যার যার জায়গা থেকে এগিয়ে আসতে হবে। আমরা তার চিন্তাকে সাধুবাদ জানাই।