
দেবহাটা প্রতিবেদক: দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের আয়োজনে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ ২০২৫ মঙ্গলবার দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের অস্থায়ী কার্যালয় পারুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন সকাল ১০ ঘটিকার সময় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা কবি শেখ হাবিবুল বাশার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত প্রভাষক মোঃ বাহাউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে কবি ও সাহিত্যিক কানাইলাল মৃধা ,ডাক্তার সালেক রেজা, ডাক্তার বাসনা কুমার মন্ডল ,কবি আক্তার হোসেন ,কবি আব্দুস সামাদ আজাদ ও কবি আব্দুস ছামাদ। মহান স্বাধীনতার উপরে আলোচনা ও স্বরচিত কবিতা পাঠ করেন কবি রিপন হোসেন। এসময় আরোও উপস্থিত ছিলেন কবি আনিসুর রহমান, কবি ডাক্তার আইয়ুব হোসেন ,কবি আসমা খাতুন ,সাদিয়া সুলতানা, অদুদ মোল্লা ,শহিদুল ইসলাম ,আবু বক্কর সিদ্দিক, ডাক্তার জামাল উদ্দিন ফারুক, দীপঙ্কর মন্ডল, হারান সরকার ও সাকিবুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি বলেন,মহান স্বাধীনতার মাধ্যমে আমরা যে দেশ পেয়েছি তার সুরক্ষার জন্য আমাদের সকলকে সচেষ্ট থাকিতে হবে এবং স্বাধীনতার সঠিক ইতিহাস মানুষকে জানাতে হবে সাহিত্য মানুষের মন রাঙিয়ে তোলে এমন আয়োজনের জন্য দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদ কে ধন্যবাদ জানাই। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম।