নিজস্ব প্রতিবেদক: দেবহাটা উপজেলার মাধ্যমিক পর্যায়ের পাঁচটি স্কুলে মাল্টিমিডিয়া প্রজেক্টর প্রদান করা হয়েছে। শিক্ষাব্যবস্থা আধুনিকায়নের জন্য ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক উন্নয়ন প্রকল্প (এডিপি)থর আওতায় পাঁচটি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে এসকল মাল্টিমিডিয়া প্রজেক্টর প্রদান করা হয়।
দেবহাটা উপজেলা পরিষদ হলরুমে উক্ত শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর প্রধান শিক্ষদের হাতে সোমবার মাল্টিমিডিয়া প্রজেক্টর তুলে দেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল গণি ও উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার, একাডেমিক সুপার ভাইজার মিজানুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।