
দেবহাটা ব্যুরো: দেবহাটার সাঁপমারা খাল পুনঃ খনন নিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের উপস্থিতিতে সরাসরি গণশুনানী অনুষ্ঠিত হবে বৃহষ্পতিবার (৩১ অক্টোবর) বেলা ১২ টায় জোয়ার গুচ্ছগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে। মঙ্গলবার সাতক্ষীরা জেলা প্রশাসকের দেয়া এক বিজ্ঞপ্তি এবং সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ (পাউবো)র দেয়া তথ্যে গণশুনানীর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উক্ত গণশুনানীতে খাল পুনঃ খনন সংক্রান্ত কোন অভিযোগ থাকলে, সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে গণশুনানী চলাকালীন নির্ধারিত সময়ে জোয়ার গুচ্ছগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ সহ আদেশক্রমে জানিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।