
লিটন ঘোষ বাপি, দেবহাটা থেকে: “দুষ্টের দমন সৃষ্টের পালন” এই মূল মন্ত্র নিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮ তম শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন উপলক্ষে শ্রী শ্রী গোকুলানন্দ পাটবাড়ি মন্দির আয়োজিত এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিাত থেকে শোভাযাত্রা উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ ওবায়দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
উক্ত মঙ্গল শোভাযাত্রায় আরো উপস্থিাত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ, ঢাকা শিশু হাসপাতালের সহকারী পরিচালক কিংকর ঘোষ, দেবহাটা শ্রীশ্রী গোকুলানন্দ পাটবাড়ি মন্দির আশ্রমের সাধারণ সম্পাদক আচার্য প্রভুপাদ শ্রীল তপন কৃষ্ণ দাস গোস্বামী, শ্রী স্বপন কৃষ্ণদাস গোস্বামী, শ্রী রতন কৃষ্ণদাস গোস্বামী, দেবহাটা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ ঘোষ, শ্রীশ্রী গোকুলানন্দ বিদ্যাপিঠের সভাপতি অধীর কুমার গাইন, দেবহাটা মহাশ্মশানের সাধারণ সম্পাদক দীপঙ্কর ঘোষ, শিক্ষীকা রুমা অধিকারী, বাদল রায়, দুলাল রায়, স্বপন রায়, শুভংকর বিশ্বাস, শুভংকর রায়, দীপঙ্কর রায়, সুব্রত বসাক সহ বিভিন্ন ভক্তবৃন্দ উপস্থিাত ছিলেন।
মঙ্গল শোভাযাত্রাটি দেবহাটা শ্রীশ্রী গোকুলানন্দ পাঠবাড়ি মন্দির আশ্রম প্রাঙ্গন হতে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শ্রী শ্রী গোকুলানন্দ পাটবাড়ি আশ্রমের এসে শেষ হয়।
শোভাযাত্রার শেষে গোকুলানন্দ বিদ্যাপিঠের শিক্ষার্থীরা ৩০ মিনিট শ্রীমদ্ভবদ গীতার শ্লোক পাঠ করেন এবং ভজন সংগীত পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন গোকুলানন্দ বিদ্যাপিঠের সাধারণ সম্পাদক আচার্য গোবিন্দ গোস্বামী। অনুষ্ঠান শেষে আগত অতিথি ও ভক্তবৃন্দের মাঝে প্রসাধ বিতরন করা হয়।