
দেবহাটা ব্যুরো: বর্ষিয়ান জননেতা, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি, দেবহাটা ইউনাইটেড ফার্মের পরিচালক, বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের আত্মার মাগফিরাত কামনা করে গতকাল ০৩ ফ্রেব্রুয়ারী, বুধবার পারুলিয়া ইছামতি ইউনাইটেড ফার্মের উদ্যোগে পারুলিয়াস্থ অস্থায়ী কার্যালয়ে এক দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশারফ হোসেন মশু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জামসেদ আলম, সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, মুক্তিযোদ্ধা আব্দুল মাহবুদ গাজী, মুক্তিযোদ্ধা শেখ গোলাম হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, মুক্তিযোদ্ধা জামাল হোসেন, গোলাম মোস্তফা, দেবহাটা প্রেসক্লাবের একাংশের সভাপতি রশীদুল আলম রশীদ, আলহাজ্জ নুর হোসেন, কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন পারুলিয়া গাজী বাড়ী মসজিদের ইমাম সাদ্দাম হোসেন, দোয়া অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে তাবারক বিতরণ করা হয়।