
কুলিয়া(দেবহাটা)প্রতিনিধি: বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তার জন্মশত বার্ষিকীতে দেবহাটায় ভিক্ষুককে দোকান দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করে দিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার(্ইউএনও) সাজিয়া আফরিন।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের অর্থায়নে উপজেলা চত্বরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর গ্রামের মৃত মান্দার মিস্ত্রীর পুত্র জুব্বার মিস্ত্রীকে দোকান ঘর ও মালামাল হাতে তুলে দেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) সাজিয়া আফরিন।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজিয়া আফরিন বলেন, ভিক্ষাবৃত্তি মানবতার চরম অবমাননা ও অমর্যাদাকর পেশা। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ঘৃণিত একটি পেশা মানুষ গ্রহণ করুক এটা কাম্য নয়। শারীরিক অক্ষমতায় অনেকে ভিক্ষা করতে বাধ্য হয়। অর্থ-উপার্জনের সহজ পথ হিসেবে ভিক্ষাবৃত্তিকে অনেকে পেশা ও ব্যবসা হিসেবে বেছে নেয়। মাননীয় প্রধানমন্ত্রী মধ্যম আয়ের ও উন্নত বাংলাদেশ গঠনের যে কর্ম উদ্যোগ গ্রহণ করেছেন, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কোন মানুষ না খেয়ে থাকবে না। এ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে উপজেলায় ভিক্ষুকদের পুনর্বাসন কর্মসূচির আওতায় উক্ত একজনকে দোকান ঘর প্রদান করা হলো।
দোকান পাওয়া ভিক্ষুক জুব্বার মিস্ত্রী বলেন, অভাবের তাড়নায় ভিক্ষার ঝুলি নিয়ে প্রতিদিন সকাল হলেই বের হতে হতো কিন্তু দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় দোকান পেয়ে আমি অনেক খুশি।
এ সময় উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলা সমাজসেবা কর্তকর্তা অধীর কুমার গাইন, ইউপি সদস্য মাছুম।