
নিজস্ব প্রতিবেদক: দেবহাটায় বাগান থেকে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। ঐ মহিলার নাম তাছলিমা আক্তার (৩৮)। তিনি দেবহাটা উপজেলার বসন্তপুর গ্রামের আজিবর রহমান আজুর স্ত্রী। নিহত মহিলা ১ ছেলে ও ১ মেয়ে সন্তানের জননী ছিলেন। তাছলিমা দেবহাটা উপজেলার বেজোরাটি গ্রামের জমাত আলীর মেয়ে। পুলিশ মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরন করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দেবহাটা উপজেলার সুশীলগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে গনির বেড় নামক একটি বাগানে শ্রমিকেরা কাজ করতে যেয়ে একটি মহিলার লাশ দেখতে পায়। এসময় মহিলাটির পরনে ম্যাক্সি কামিজ ও মুখটি ওড়না দিয়ে ঢাকা ছিল। শ্রমিকেরা এসময় তখন স্থানীয়দের সংবাদ দিলে বিষয়টি দেবহাটা থানা পুলিশকে জানানো হয়। ওসি বিপ্লব কুমার সাহা ও তদন্ত ওসি ফরিদ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছান। সেসময় লাশের মুখ থেকে ওড়না সরালে লাশটি সনাক্ত করা সম্ভব হয়। ওসি বিপ্লব কুমার সাহা লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরন করা হয়েছে উল্লেখ করে জানান, ঘটনার মোটিভ উদ্ধারে পুলিশ কাজ করছে। কেন বা কিভাবে তাকে হত্যা করা হলো তা উদ্ধারে তদন্ত করা হচ্ছে। ওসি জানান, এখনো পর্যন্ত (এ রিপোর্ট লেখা পর্যন্ত মঙ্গলবার দুপুর ১ টা) এ বিষয়ে নিহত মহিলার পরিবার বা অন্য কেউ কোন অভিযোগ থানায় দেয়নি। অভিযোগ দিলে সে বিষয়ে ব্যবস্থা গ্রহন করা হবে বলে ওসি বিপ্লব কুমার সাহা জানান।