নিজস্ব প্রতিবেদক: দেবহাটা থানা পুলিশের অভিযানে ৮ আসামী আটক হয়েছে। আটককৃত আসামিদেরকে আদালতের মাধ্যমে মঙ্গলবার জেলহাজতে প্রেরন করা হয়েছে।
দেবহাটা থানা তথ্য মতে, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) এর দিক নির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবহাটা সার্কেল শেখ ইয়াছিন আলীর তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে ৮ সেপ্টেম্বর এসআই নয়ন কুমার চৌধুরী, এসআই আবু হানিফ, এসআই আসিফ মাহমুদ, এসআই মিজানুর রহমান সঙ্গীয় এএসআই রসিদুল ইসলাম, এএসআই সোহেল উদ্দীন, এএসআই মোজাম্মেল, এএসআই শামীম হোসেন, এএসআই পূর্নানন্দ হরি, এএসআই সুজিত বিশ্বাস সহ পুলিশ ফোর্স এর সহায়তায় দেবহাটা থানা এলাকা থেকে নারী শিশু-২০৯/২০ এর মামলার আসামী যথাক্রমে ১। মোছাঃ আশুরা খাতুন, স্বামী- শাহিনুর মোল্যা, সাং-সুবর্নাবাদ, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরা, ২। মোছাঃ আলেয়া খাতুন, স্বামী- নেহাল উদ্দীন, সাং-সুবর্নাবাদ, থানা- দেবহাটা, জেলা-সাতক্ষীরা, ৩। দবীর উদ্দীন, পিতা- মৃত মান্দার সরদার, সাং-সুবর্নাবাদ, থানা- দেবহাটা, জেলা-সাতক্ষীরা, ৪। শাহিনুর রহমান, পিতা-মোঃ বাবর আলী মোল্যা, সাং-সুবর্নাবাদ, থানা- দেবহাটা, জেলা-সাতক্ষীরা, ৫। সাইফুল ইসলাম, পিতা- বাবর আলী মোল্যা, সাং- সুবর্নাবাদ, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরা, সিসি নং-১০৬/১৩ এর আসামী ৬। সোবহান সরদার, পিতা- মৃত আজগর সরদার, সাং- নাজিরের ঘের, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরা, নন জিআর-৬২/১৮ এর আসামী ৭। শরিফুল ইসলাম, পিতা- আবুল কালাম, সাং- দেবহাটা, জেলা- সাতক্ষীরা এবং জিআর-০১/২০২০(দেবঃ) এর আসামী-৮। সুজন সরদার, পিতা- সবুর সরদার, সাং- জগন্নাথপুর, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরা আসামিদের গ্রেফতার করেন। আসামীদেরকে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, অপরাধীদের আইনের আওতায় আনতে দেবহাটা থানা পুলিশ সর্বদা কাজ করছে। তিনি দেবহাটা উপজেলাকে সন্ত্রাস, জঙ্গিবাদ মুক্ত করতে সকলের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান।