
দেবহাটা ব্যুরো: দেবহাটার পল্লীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুত্র ও পুত্রবধুর মারপিটে পিতা-মাতা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ ঘটনায় আহতদের ছোট ছেলে বাদী হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।
থানায় লিখিত অভিযোগটি দায়ের করেছেন দেবহাটা উপজেলার তিলকুড়া গ্রামের মোহর আলী গাজীর ছেলে আবুল হাসান। অভিযোগের বিবাদী হলেন, মোহর আলী গাজীর বড় ছেলে গোলাম মোস্তফা (৪৫) ও তার স্ত্রী সালামা খাতুন (৩০)। লিখিত অভিযোগ মতে জানা গেছে, ৪জুন, ২০২১ ইং শুক্রবার সকাল ১১ টার দিকে বিবাদী গোলাম মোস্তফা তার ছোট স্ত্রী সালমা খাতুনকে নিয়ে মোস্তফার বড় স্ত্রী তাছলিমাকে তার বাড়িতে এসে বেধড়ক মারপিট করতে থাকে। এসময় তাছলিমার ছেলে রিপন (১৯) তার মাকে ঠোকাতে গেলে মোস্তফা তাকে হাড়–ড়ি দিয়ে মেরে রক্তাক্ত জখম করলে পাশে তাদের চিৎকারে বাদীর পিতা মোহর আলী (৫৯) ও মা ছকিনা খাতুন (৫৬) আসামীদের হাত থেকে তাদেরকে বাচাতে গেলে আসামীরা বাদীর পিতা-মাতাকেও ব্যাপক মারপিট করে মারাত্মক আহত করে। এমনকি বাদী নিজে জখমীদেরকে আসামীদের নিকট থেকে উদ্ধার করতে গেলে আসামীরা তাকেও মারপিট করে। একপর্যায়ে আহতদের ডাক চিৎকার শুনে লোকজন এসে স্থানীয়দের সহযোগীতায় রক্তাক্ত অবস্থায় বাদীর পিতা মোহর আলী, মাতা ছকিনা খাতুন ও ভাইপো রিপনকে উদ্ধার করে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনা উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, মারপিটের বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।