
ওমর ফারুক মুকুল, দেবহাটা থেকে: দেবহাটার সকল শিক্ষা প্রতিষ্ঠানে সরকারী নির্দেশনা মেনে রবিবার ১২ সেপ্টেম্বর, ২১ থেকে ক্লাশ শুরু হয়েছে। এসময় শিক্ষার্থীদের মধ্যে একটা অন্যতম অনুভূতি লক্ষ্য করা যায়। দীর্ঘ প্রায় ১৬ মাস ছুটির পর স্কুল কলেজে আসা একটা অন্যতম আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রাণবন্ত হয়ে ওঠে শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পাস। ক্লাশ শুরুর প্রাক্কালে শিক্ষকদের মধ্যেও খুবই আনন্দ পরিলক্ষিত হয়। শিক্ষামন্ত্রী দীপু মনি গত কয়েকদিন আগে কোভিড-১৯ মহামারী করোনা ভাইরাসের কারনে সকল শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য যে নির্দেশনা প্রদান করেন সে অনুযায়ী দেবহাটার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে সরকারি কেবিএ কলেজ, হাজী কেয়ামউদিন মেমোরিয়াল মহিলা কলেজ, দেবহাটা কলেজ, দেবহাটা অষ্টম শ্রেণী উপনীত একটিমাত্র প্রতিষ্ঠান সখিপুর দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, সখিপুর মাধ্যমিক হাইস্কুল, পারুলিয়া গার্লস স্কুল ও এসএস মাধ্যমিক বিদ্যালয়, টাউনশ্রীপুর শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়, বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়, সকল প্রাইমারি বিদ্যালয় সকল প্রস্তুতি গ্রহণ করে। সকল প্রতিষ্ঠানে সরকারী বিধিমালা মেনে চালু করা হয়। এসময় সকল প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ও শিক্ষকমন্ডলী শিক্ষার্থীদের স্কুলে প্রবেশের মুখে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কাজ করেন।