
দেবহাটা ব্যুরো: দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার সম্ভাব্য আবাসস্থল বিনষ্ট করতে দিনব্যাপী অভিযান পরিচালিত সহ জনসচেতনতা সৃষ্টিতে জনসাধারণের সাথে মতবিনিময় করা হয়েছে। মঙ্গবার সকাল থেকে সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতনের নেতৃত্বে সখিপুর ইউনিয়নের সখিপুর বাজার সহ প্রায় প্রত্যেকটি ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে এডিস মশার সম্ভাব্য আবাসস্থল সমুহ বিনষ্ট করা হয়। এসময় সাস এর ম্যানেজার শামিম হোসেন, ইউপি সদস্য পরিতোষ বিশ্বাস, জগন্নাথ মন্ডল, মোনাজাত আলী, মোকলেছুর রহমান মোকলেছ, আব্দুল করিম, হাফিজুর রহমান হফিজ, ইউপি সদস্যা আলফাতুননেছা, রেহানা ইসলাম আরতি রানী মন্ডল, সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন ডেঙ্গু আক্রান্ত সখিপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে তানজিন (৭) একই গ্রামের অনুপম দাশের ছেলে অর্থে পরিবারের কাছে খোজ খবর নেন।