
নিজস্ব প্রতিবেদক: দেবহাটায় জাতীয় ইঁদুর নিধন অভিযানের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় দেবহাটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্ত্বর থেকে র্যালী শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা তিতুমীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ, বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শওকাত ওসমান, উপ-সহকারী উদ্ভীদ সংরক্ষণ কর্মকর্তা শাহাজান আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইব্রাহিম খলিল, জাহিদুজ্জামান প্রমুখ।