নিজস্ব প্রতিবেদক, দেবহাটা:
দেবহাটার পারুলিয়াতে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুর রউফ ওরফে খোঁড়া রউফ (৫৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আব্দুর রউফ দক্ষিন পারুলিয়া গ্রামের মৃত মাজেদ মোল্যার ছেলে।
শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার এসআই হাফিজুর রহমান এবং এএসআই সুজিত বিশ্বাস সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা মাঝ পারুলিয়া গ্রামের আরাফাত হোসেনের মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃত আব্দুর রউফের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।
দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ বলেন,আব্দুর রউফের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য বিকিকিনির অভিযোগ আসছিল। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা সহ পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।