
দেবহাটা প্রতিবেদক: দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নে SPiRiT CALL প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এফজিডি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) টিডিএইচ এর সহযোগিতায় ব্রেকিং দ্য সাইলেন্স এর আয়োজনে চিনাডাংঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সখীপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে ব্রেকিং দ্য সাইলেন্সের উপজেলা কো-অর্ডিনেটর শেখ সোহেল মাহমুদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ৪নং নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ৭নং ওয়ার্ড মেম্বার নজরুল ইসলাম, ৮নং ওয়ার্ড মেম্বার আবুল হোসেন, স্থানীয় সমাজসেবক মোনাজাত আলী গাজী, ইমাম আরিফ বিল্লাহ, শিক্ষক আব্দুল্লাহ আল মামুন সহ যুব প্রতিনিধি, ক্রিড়া অনুরাগী ব্যক্তিত্ব, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় জানানো হয় উক্ত প্রকল্পের আওতায় ১২ থেকে ২৪ বছর বয়সের ছেলে মেয়ে যুবক-যুবতীদের সুরক্ষা এবং ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। যার মধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা পরিস্থিতি কাটিয়ে উঠতে খেলাধুলার মাধ্যমে শিশু, কিশোর, যুবক, যুবতীদের সক্ষমতা তৈরি করা।