লিটন ঘোষ বাপি: দেবহাটা উপজেলার বিভিন্ন কর্মকান্ড পরিদর্শন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন কর্মকান্ড পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির, দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) শেখ মইনুল ইসলাম মঈন, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমান, কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং সদ্য পদোন্নতিপ্রাপ্ত সিনিয়র সহকারী সচিব আজহার আলী, দেবহাটা থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার প্রমুখ। বিভাগীয় কমিশনার দেবহাটার আশ্রয়ন প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন সম্পর্কে খোঁজ খবর নেন। এছাড়া দেবহাটার ঐতিহ্য রূপসী ম্যানগ্রোভ মিনি সুন্দরবন ঘুরে দেখেন এবং সেখানে বসে ইছামতি নদীর সৈন্দর্য্য উপভোগ করেন। পরে সাতক্ষীরার উদ্দেশ্যে রওন দেন বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ।
দেবহাটার বিভিন্ন কর্মকান্ড পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ
পূর্ববর্তী পোস্ট