
স্টাফ রিপোর্টার: দেবহাটার পারুলিয়া ইউনিয়ন পরিষদে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ মে) সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) বাস্তবায়িত সমৃদ্ধি কর্মসূচির আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহযোগীতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়। উক্ত চক্ষু ক্যাম্পে উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ইউপি সদস্য বৃন্দ, সাস এর আরএম মিজানুর রহমান, সমৃদ্ধি কর্মসূচির উপজেলা কর্মসূচি সমন্বয়কারী আলমগীর হোসেন, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী শেখ জহিরুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা শামীমা খাতুন ও স্বাস্থ্য পরিদর্শক গন। উক্ত ক্যাম্পে ১৭৮ জন রোগীকে চোখের সাধারণ সেবা প্রদান করা হয়। এছাড়া ১০৮ জনকে চোখের পাওয়ারিং করা হয়। যার মধ্যে ৭৬ জনকে ফ্রী চশমা দেওয়া হয় এবং ৪৪ জন ছানী রোগীকে ছানী অপারেশনের জন্য বিএনএসবি খুলনাতে পাঠানো হয়েছে।