
লিটন ঘোষ বাপি, দেবহাটা থেকে:
দেবহাটার নোড়া-চারকুনিতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ডিসেম্বর) বিকাল ৪ টায় নোড়া-চারকুনি ভূমিহীন পল্লী মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে নোড়া-চারকুনি ভূমিহীন কমিটির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে দেবহাটা উপজেলা সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চলনায় উক্ত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি কমরেড অদিত্য মল্লিক, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি শেখ শওকাত আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, দেবহাটা উপজেলা যুবলীগের সহ-সভাপতি শেখ তাজুল ইসলাম, লাবসা ভূমিহীন সমিতির সভাপতি শেখ রিয়াজুল ইসলাম, ভূমিহীন নেতা আমজাদ হোসেন, ইয়াদ আলী, বাবু রাম মন্ডল প্রমুখ।
এসময় বক্তরা বলেন, খাস জমি ভূমিহীনদের অধিকার। সরকারি জমি প্রকৃত ভূমিহীনদের নামে স্থায়ী বন্দোবস্ত দিতে হবে। যদি কেউ কোন ষড়যন্ত্রে লিপ্ত হয় তাহলে তার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।