
স্টাফ রিপোর্টার: দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়ছে। শনিবার (৮ নভেম্বর) ৭নং ওয়ার্ড জামায়াতের সার্বিক ব্যবস্থাপনায় ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়। উদ্বোধনীয় মেডিকেল ক্যাম্পে ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা মনিরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাাদক মাওলানা মহিববুল্লাহ এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাবিবুল্লাহ বাশার। বিশেষ অতিথি ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী এনামুল কবির বকুল, ৭নং ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি শাহিনুজ্জামান। উপস্থিত থেকে ক্যাম্পে রুগি দেখেন গাইনী বিষয়ে অভিজ্ঞ ডাক্তার শারমিন সুলতানা, মেডিসিন বিষয়ে অভিজ্ঞ ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান ও ডেন্টিস্ট মোহাম্মদ মেহেদী হাসান। দিনব্যাপী এ ক্যাম্পে এলাকার কয়েকশত গরীব, অসহায় রুগিকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। উল্লেখ্য যে, নওয়াপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে গ্রামীন রাস্তা সংস্কার, গরীব রুগিদের চিকিৎসা সহায়তা, অসহায় পরিবারের গৃহনির্মান সহায়তা সহ নানা ধরণের সেবামূলক কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছেন।

