
লিটন ঘোষ বাপি, দেবহাটা থেকে:
দেবহাটায় স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে সুশীল সমাজ সংগঠনের (সিএসও) সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ মার্চ) সকাল ১০ টায় দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের সহযোগিতায় এবং নেদারল্যান্ডের ডোনারের উপস্থিতিতে অনুষ্ঠিত স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে সুশীল সমাজ সংগঠনের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন নেদারল্যান্ডের নাগরিক রাইট টু গ্রো প্রজেক্টের কান্ট্রি প্রজেক্ট অফিসার এনা লনবার্গ।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর ফিল্ড অপারেশন রাজু উইলিয়াম রোজারিও এর সভাপতিত্বে উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, রাইট টু গ্রো প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর জুলিয়াস আর্থার সরকার, প্রোজেক্ট অফিসার তানজিমা আক্তার, অ্যাডভোকেসী ও জেন্ডার অফিসার উজ্জল কুমার পাল, মনিটরিং অফিসার বিলকিস আরা চৌধূরী, ইউনিয়ন পরিষদের মেম্বারগন ও সুশীল সমাজ সংগঠনের সদস্যবৃন্দ।
সভায় শিশুদের জন্য পুষ্টি খাতে কি ধরনের বাজেট রাখা হবে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। সুশীল সমাজ সংগঠনের প্রতিনিধিগণ তাদের তথ্য উপস্থাপন করে অপুষ্ট শিশুদের তালিকা প্রদানের মাধ্যমে বর্তমানে অপুষ্টির অবস্থান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং এলাকায় বিশুদ্ধ পানির উৎস ও পানি নিষ্কাশনের ব্যবস্থাপনা সম্পর্কিত সমস্যাগুলো নিয়ে আলোচনা হয়। সমগ্র সভাটি পরিচালনা করেন রাইট টু গ্রো প্রজেক্টের ক্যাপাসিটি বিল্ডিং অফিসার সুশান্ত কুমার রায়।