নিজস্ব প্রতিবেদক: দেবহাটার কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টম্বর) দুপুরে দেবহাটাা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমান। দেবহাটা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আব্দুল লতিফ, দেবহাটা উপজেলা প্রাথমিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনির আহমেদ, স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মাবুদ প্রমুখ। বক্তারা বলেন, পরীক্ষামূলকভাবে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষে মিল্ক ফিডিং কর্মসূচী চালু করা হয়েছে। এর ফলে স্কুলে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি চিশ্চিত করার পাশাপাশি তাদের সুস্থ্য ও সবল দেহ তৈরী হবে। উদ্বোধনী দিনে কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৬৫ জন ছাত্র-ছাত্রীকে আকিজের ফার্মফ্রেশ ২০০ মি.লি. করে দুধ খাওয়ানো হয়। আগামী দুই বছর ব্যাপী প্রতিদিন স্কুল চলাকালে উপস্থিত সকল শিক্ষার্থীকে দুধ খাওয়ানো অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানায়।