
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রজেক্টের আওতায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) উপজেলা মজেল মসজিদের হলরুমে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সাজেদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা বিআরডিপি কর্মকর্তা সন্দীপ মন্ডল, আনসার ভিডিপি কর্মকর্তা আসলতা খাতুন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, মেরিন ফিসারিজ কর্মকর্তা সাজ্জাদ হোসেন সহ বিভিন্ন এলাকার মৎস্যচাষি ও উদ্যোক্তারা। এসময় উত্তম পদ্ধতিতে নিরাপদ মাছ উৎপাদন সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া রাস্তার পাশের মৎস্যঘেরে পাড় নির্মানের বিষয়ে সচেতন করা হয়।

