
স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় গ্রাম উন্নয়ন কমিটি (ভিডিসি)-এর বার্ষিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ আগস্ট) সকাল ১০টায় খেজুরবাড়িয়া পলিটেকনিক কলেজ মাঠে এ কর্মশালার আয়োজন করা হয়। দেবহাটা, নওয়াপাড়া, পারুলিয়া ও কুলিয়া ইউনিয়নের ৫২টি গ্রামের ভিডিসি সদস্যরা এতে অংশগ্রহণ করেন।
গত এক বছরে ভিডিসি নানা সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করেছে। এর মধ্যে রয়েছে—বাল্যবিবাহ প্রতিরোধ, ঝরে পড়া শিশুদের বিদ্যালয়ে পুনঃভর্তি, অতিবৃষ্টি ও জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ গ্রহণ, মাসিক সঞ্চয়ের মাধ্যমে বিনা সুদে ঋণ প্রদান, বৃক্ষরোপণ কর্মসূচি, শিশু শ্রম বন্ধে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহার নিশ্চিতকরণ এবং ইকো ভিলেজ গঠন। এসময় আগামী বছরের জন্য নতুন কর্মপরিকল্পনাও উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ নাসরিন জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিৎ কুমার মন্ডল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের রেজাউল করিম বাপ্পা, ওয়ার্ল্ড ভিশনের জুনিয়র অফিসার মুক্তা সরকার, দেবহাটা ইছামতি টেকনিক্যাল কলেজের শিক্ষক শ্যামল কুমার, এরিয়া প্রোগ্রাম স্পন্সর অফিসার ও এক্টিং ম্যানেজার হিরো গাইন, পারুলিয়া সিবিও সভাপতি ও সাংবাদিক লিটন ঘোষ বাপ্পি এবং সুশীলন পারুলিয়া সিডিও মিজানুর রহমান।
কর্মশালায় সভাপতিত্ব করেন ২ নং পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। এসময় প্রায় ২০০ জন ভিডিসি সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৪টি গ্রামে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সেরাদের মাঝে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।