নিজস্ব প্রতিবেদক: দেবহাটা উপজেলার পারুলিয়া জেলিয়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিনা মূল্যে ছানি রোগী অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ) সকাল ১১ টায় আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় এবং মানবতার কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে দেবহাটা উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত চোখে ছানি পড়া রোগীদের নিয়ে উক্ত ক্যাম্প অনুষ্ঠিত হয় ।
মানবতার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান নাট্যনির্মাতা জি এম সৈকতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দেবহাটা উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন বলেন, স্বাস্থ্য সকল সুখের মূল । মানুষের জীবনের সব থেকে বড় ও গুরুত্বপূর্ণ সম্পদ হলো চোখ তাই আপনারা যারা চোখের ছানি অপারেশন করার জন্য এসেছেন আপনারা ডাক্তারদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা সেবা নিবেন । গরিব ও অসহায় রোগীদের জন্য এমন একটি মহৎ কাজ করার জন্য মানবতার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতাল কে আন্তরিক ধন্যবাদ জানান । উক্ত ক্যাম্প অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর গাইন , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, দেবহাটা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক লিটন ঘোষ বাপি,পারুলিয়া ইউ পি সদস্য গাজী শহিদুল্লাহ প্রমুখ ।