
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত ৩ আসামী গ্রেফতার করেছে দেবহাটা থানা পুলিশ। সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাতে দেবহাটা থানার এসআই কাওসার আহম্মেদ, আদনান বীন আজাদ, তাজুল ইসলাম, এএসআই লিয়াকত আলী, বদরুজ্জামান মোল্লা, সাগর আলী সঙ্গীয় ফোর্সসহ পৃথক বিশেষ অভিযান পরিচালনা কালে উপজেলা বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত আঃ হামিদ গাজীর ছেলে সাব্বির হোসেন, স্ত্রী লায়লী বেগম ও চাঁদপুর মাঠপাড়া এলাকার আক্তার আলীর ছেলে রুহুল আমিন। দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান বলেন, সিআর পরোয়ানাভুক্ত ৩ আসামী গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

