স্টাফ রিপোর্টার, দেবহাটা: মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে উদযাপনে দেবহাটা উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বেলা ১১টায় দেবহাটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। চলতি দায়িত্বরত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাতুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. মুজিবর রহমান। সভায় ইসলামিক সংষ্কৃতি কেন্দ্র ও মডেল মসজিদে উপজেলার প্রধান ঈদের জামাত সকাল ৭টায় নির্ধারণ করা হয়। পাশাপাশি ঈদের জামাতের খুতবায় রাজনৈতিক ও উষ্কানিমুলোক বক্তব্য বন্ধে পদক্ষেপ গ্রহন, ঈদুল আযহাকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে থানা পুলিশকে নির্দেশনা প্রদানসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক, উপজেলা ঈমাম সমিতির সভাপতি হাফেজ মো. আব্দুস সাত্তার সহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দেবহাটায় পবিত্র ঈদুল আযহা উদযাপনে প্রস্তুতি সভা
পূর্ববর্তী পোস্ট