নিজস্ব প্রতিবেদক: দেবহাটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের নেতৃত্বে বিভিন্ন খালে অবৈধ নেট পাটা অপসারণের অভিযান পরিচালনা করেন। সোমবার ( ৯ ডিসেম্বর) সারাদিন ব্যাপি পারুলিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে সাথে নিয়ে উপজেলার পারুলিয়া ইউনিয়নের বিভিন্ন খালে অভিযান পরিচালনা করে একাধিক নেটপাটা অপসারণ করেন এবং এই ধরনের কাজ থেকে বিরত থাকতে সকলকে সতর্ক করেন। নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান জানান, বর্তমানে কিছু অসাধু লোক সরকারী খালে অবৈধভাবে নেট পাটা ফেলে মাছ ধরাসহ জলাবদ্ধতার সৃষ্টি করছে। যার কারনে আজকে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ নেট পাটা ফেলে মাছ ধরাসহ জলাবদ্ধতার সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে জেল-জরিমানার করা হবে এবং এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান।
দেবহাটায় নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অবৈধ নেটপাটা অপসারণ
পূর্ববর্তী পোস্ট