নিজস্ব প্রতিবেদক: দেবহাটায় বাংলাদেশ নারী অধিকার উন্নয়ন সংস্থার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর শনিবার সকাল ১১ ঘটিকার সময় পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে প্রথম অধিবেশন শুরু হয়। দেবহাটা উপজেলা বাংলাদেশ নারী অধিকার উন্নয়ন সংস্থার আহবায়ক লুৎফুন নাহার লাকীর সভাপতিত্বে দেবহাটা নারী অধিকার উন্নয়ন সংস্থার সদস্য সচিব আছমা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সখিপুর সরকারি খানবাহাদুর আহছানউল্লাহ কলেজের সাবেক অধ্যক্ষ রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নারী অধিকার উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্টা সিরাজুল ইসলাম। প্রথম অধিবেশনে দেবহাটা উপজেলার ৫ টি ইউনিয়ানে মোট ১৬ টি কমিটি ঘোষণা করা হয়। বেলা ২ টায় পরে দ্বিতীয় অধিবেশনে দেবহাটা উপজেলা নারী অধিকার উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্টা সিরাজুল ইসলামে সভাপতিত্বে ও বাংলাদেশ নারী অধিকার উন্নয়ন সংস্থার পরিচালক আলহাজ্ব রফিকুল ইসলামের সঞ্চালনায় দেবহাটা উপজেলা কমিটি ঘোষণা করা হয়। দেবহাটা উপজেলা নারী অধিকার উন্নয়ন সংস্থার নব গঠিত সভাপতি আছমা পারভীন, সহ সভাপতি লুৎফুন নাহার লাকী, সহ সভাপতি সুলেখা রানী মন্ডল, সাধারণত সম্পাদক নাসরীন সুলতানা, সহ সম্পাদক জান্নাতুন সহ ২১ সদস্য বিশিষ্ট পূনাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সাথে সাথে সিরাজুল ইসলামকে প্রধান উপদেষ্টা, মিজানুর রহমান ও মিরাতুন নেছাকে এডিশনাল উপদেষ্টা, উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টারা যথাক্রমে আমিরুল ইসলাম, এসএম মজনুর রহমান,আনারুল ইসলাম, নূর আলম, জামান গাজী, আবুল হুসাইন সহ ২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়।