স্টাফ রিপোর্টার, দেবহাটা: দেবহাটায় বাংলাদেশ নারী অধিকার উন্নয়ন সংস্থা আয়োজনে জলবায়ু পরিবর্তন নারীর মানসিকতা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৩ টায়, শশাডাঙ্গা মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে জলবায়ু পরিবর্তন নারীর মানসিকতা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ নারী অধিকার উন্নয়ন সংস্থাতার দেবহাটা শাখার সভাপতি খাদিজা হাফিজ রুপার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মো: রফিকুল ইসলাম, বক্তব্য রাখেন, বাংলাদেশ নারী অধিকার উন্নয়ন সংস্থাতার শাখার প্রধান উপদেষ্টা মো: সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নারী অধিকার উন্নয়ন সংস্থাতার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুন নাহার লাকী, সাধারণ সদস্য সামিয়াহ সুলতানা হায়দার,সাধারণ সদস্য সাহাবাতুন নাহার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, বাংলাদেশ নারী অধিকার উন্নয়ন সংস্থাতার শাখার সদস্য আল ইমরান।
দেবহাটায় নারীর মানসিক উন্নয়ন শীর্ষক কর্মশালা
পূর্ববর্তী পোস্ট