নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: দেবহাটায় রাইট টু গ্রো প্রজেক্টের নাগরিক সমাজ সংগঠনের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলার পাঁচটি ইউনিয়নে ৫ বছরের নিচে সকল শিশুদের পুষ্টিমান নিশ্চিত করনের উদ্দেশ্যে সহযোগীতা মূলোক কার্যক্রম অব্যহত রেখেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্ট। যার ধারাবাহিকতায় ৫ বছরের নিচে সকল শিশুদের পুষ্টি নিশ্চিতকরণ, গর্ভবতী, প্রসুতি মা এবং কিশোরীদের পুষ্টি ও স্বাস্থ্যসেবা সমূহ নিশ্চিতকরণ ও সংশ্লিষ্ট উপকরণাদি সরবরাহের লক্ষ্যে নাগরিক সামাজ সংগঠন (সিএসও) নেতৃবৃন্দের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গল ও বুধবার সকাল ১০টায় উপজেলার পারুলিয়া সাগর সাহা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত দুই দিন ব্যাপী প্রশিক্ষণে দিকনির্দেশনা মূলক আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্টের প্রোজেক্ট অফিসার তানজিমা আক্তার এবং ট্রেনিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার সুশান্ত কুমার রায়।
উক্ত প্রশিক্ষণ সভায় রাইট টু গ্রো প্রজেক্টের প্রাথমিক ধারণা ও উল্লেখযোগ্য কার্যক্রমের পাশাপাশি নাগরিক সমাজ সংগঠনের সদস্যদের দায়িত্ব ও কর্তব্যসমূহ সম্পর্কে আলোচনা করা হয়।
দেবহাটায় নাগরিক সমাজ সংগঠনের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ
পূর্ববর্তী পোস্ট