
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ৩মাস ব্যাপী ব্যাসিক কম্পিউটার ও অফিস আপ্লিকেশন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে ও সুশীলনের বাস্তবায়নে এ প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আহমেদ তাহমীর সিদ্দিকী, সুশীলনের দেবহাটা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মোঃ মামুন হোসেন সহ কর্মকর্তাবৃন্দ। এই অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ, ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা, এবং প্রশিক্ষণ কর্মসূচির কার্যক্রম বিস্তারিতভাবে তুলে ধরা হয়। উপজেলা নির্বাহী অফিসার মহোদয় তার বক্তৃতায় বলেন ভবিষ্যতে এই প্রশিক্ষণের লার্নিং ধরে রাখার জন্য অবশ্যই এটার প্র্যাকটিস বা কাজের মাধ্যমে ধরে রাখতে হবে এবং ভবিষ্যতে ফ্রিল্যান্সিং কোর্সটা শেষ করার উপর তাগিদ প্রদান করেন। অনুষ্ঠান শেষে সকলের মাঝে সার্টিফিকেট বিতরণ ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করা হয়।