নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: দেবহাটা থানা পুলিশের অভিযানে এক ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার হয়েছে। আটক আসামী উপজেলার খলিশাখালি এলাকার রুস্তম আলীর ছেলে আল আমিন (৩২)। বুধবার (১৯ জুলাই) দেবহাটা থানার এএসআই জাহিদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ দেবহটা থানাধীন খলিশাখালি এলাকা হইতে উক্ত আসামীকে গ্রেফতার করে। পরে বিজ্ঞ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আক্তার জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক দেবহাটা থানা এলাকায় অপরাধ দমনে নিয়মতি অভিযান অব্যাহত রয়েছে। তাছাড়া মাদক, সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিভিন্ন কর্মকান্ড চলমান রয়েছে।
দেবহাটায় ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
পূর্ববর্তী পোস্ট