দেবহাটায় এক নারীসহ ওয়ারেন্টভুক্ত তিন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ নভেম্বর) ভোররাতে দেবহাটা থানার এসআই সেলিম রেজা ও এএসাই আব্দুর রহিমসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলার মাঝ সখিপুর ও নারিকেলিতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার মাঝ সখিপুর গ্রামের মৃত আইজদ্দিনের ছেলে বাচা খোকন (৪৮), তার স্ত্রী রীনা আক্তার (৪০) এবং পার্শ্ববর্তী নারিকেলি গ্রামের পশু ডাক্তার মহিম বিশ্বাসের ছেলে ডলার বিশ্বাস (২৭)। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার ওসি বাবুল আক্তার বলেন, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ছিলেন। গ্রেপ্তার পরবর্তী বিচারার্থে রোববার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।
দেবহাটায় এক নারীসহ ওয়ারেন্টভুক্ত তিন আসামী গ্রেপ্তার
পূর্ববর্তী পোস্ট