স্টাফ রিপোর্টার, দেবহাটা:
দেবহাটা উপজেলার বেসরকারী সংস্থা ইকরা যুব সংঘ ও ব্লাড ব্যাংকের আয়োজনে রমজানে মাসব্যাপী কুরআন শিক্ষা কার্য্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২৪ মার্চ, ২৩ ইং ১ম রমজানের বাদ জুম্মা সখিপুর বাজার জামে মসজিদে এক মাসব্যাপী কুরআন শিক্ষা কর্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর বাজার জামে মসজিদের সভাপতি সরদার আমজাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর বাজার জামে মসজিদের সহ- সভাপতি সাবেক মেম্বর আব্দুর রাজ্জাক, কমিটির সহ-সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, ইকরা যুব সংঘ ও ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ইকরা যুব সংঘ ও ব্লাড ব্যাংকের ব্লাড বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ইকরা যুব সংঘের সদস্য সুমন হোসেন, রিপন হোসেন, রনি সহ কমিটির সকল সদস্যবৃন্দ। এসময় বক্তারা পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও সিয়াম সাধনার মাধ্যমে নিজেদের আত্মশুদ্ধি করার আহ্বান জানান।