
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট-টু গ্রো প্রজেক্ট সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান। বক্তব্য দেন উপজেলা বিআরডিপি কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, বীরমুক্তিযোদ্ধা হাবিবুল বাহার, রাইট-টু গ্রো প্রজেক্টের প্রজেক্ট অফিসার আবেদা সুলতানা, স্থানীয় ক্ষুদ্র উদ্দ্যেক্তা সভাপতি বিলকিস নাদিরা, প্রমুখ। উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী উন্নয়ন সংগঠনের প্রতিনিধি, সুধীজন, সিএসও সদস্য, সিভিএ সদস্য, ইউএফ সাইফুল ইসলাম, কমিউনিটি প্রমোটর ছাবিনা বেগম। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরন, হুইল চেয়ার বিতরণ সহ বিভিন্ন কর্মকান্ড বাস্তবায়ন করা হয়।