দেবহাটা প্রতিবেদক: দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক ব্যবস্থাপনায় এ দিবস পালিত হয়। শুরুতে দুর্নীতি প্রতিরোধে মানববন্ধন করেন কমিটির নেতৃবৃন্দরা। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো.এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন সজেকা খুলনা’র উপ-সহকারী পরিচালক মো. আশিকুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, কমিটির সাধারণ সম্পাদক চন্দ্রকান্ত মল্লিক, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সহ-সভাপতি ও আশার আলোর নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ, সদস্য নজরুল ইসলাম, সুতিকা সরকার, শিক্ষক সঞ্জয় কুমার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিগন।
দেবহাটায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে পালিত
পূর্ববর্তী পোস্ট