হাফিজুর রহমান, কালিগঞ্জ: ভিজিডি কার্ড দেওয়ার নামে ঘুষ নেওয়ার ঘটনায় কালিগঞ্জের মৌতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বহুল আলোচিত মীর সালমান রহমান ওরফে ডালিমকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সরকার ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ। গত ৩১ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সরকার ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আলম চৌধুরি সাক্ষরিত এক প্রজ্ঞাপনের চিঠিতে কালিগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
চিঠিতে বলা হয়েছে যেহেতু সাতক্ষীরা জেলা কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য মীর সালমান রহমান ডালিমের বিরুদ্ধে ভিজিডি চাউল বিতরণের নামে উপকার ভোগিদের নিকট থেকে অর্থ আদায়ের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে এবং জেলা প্রশাসক সাতক্ষীরা বর্ণিত ইউপি সদস্যের বিরুদ্ধে স্থানীয় সরকার ( ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহনের সুপারিশ করেছেন।
যেহেতু সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের ১ নং ওর্য়াডের সদস্য মীর সালমান রহমান ডালিমের এরুপ কার্য্কালাপের প্রেক্ষিতে জনস্বার্থে তার দ্বারা ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশানিক দৃষ্টিকোণে সমীচিন নয় মর্মে সরকার মনে করে। সেহেতু ভিজিডি চাল প্রদানের নামে উপকার ভোগীদের নিকট হতে অর্থ আদায়ের প্রেক্ষিতে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মীর সালমান রহমান ডালিমকে জনস্বার্থে ( ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ (১) ধারা অনুযায়ী তার স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো।
উল্লেখ্য ইউপি সদস্য মৌতলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ভিজিডি কার্ড দেওয়ার নামে ২১ জন সুবিধা ভোগীর নিকট থেকে দুই হাজার টাকা করে ঘুষ আদায় করেন বলে অভিযোগ ওঠে। অভিযোগের প্রেক্ষিতে তদন্তে তার সত্যতা মেলে। এছাড়াও রমজান মাসে করোনা ভাইরাসের মহামারির মধ্যে নিজে রোজাদার না হয়ে বাজারে ব্যবসায়ীদের নিকট হতে ইফতারির নামে হাজার হাজার টাকা চাঁদা আদায় করে তা ইফতারি না দিয়ে আতœসাৎ করে বলে অভিযোগ ওঠে।
এছাড়াও তার বিরুদ্ধে থানায় চাঁদাবাজি সহ একাধিক নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। নিজের স্ত্রী সন্তান থাকতে জাফরিন নামে এক মহিলাকে প্রতারণার ফাঁদে ফেলে বিয়ে করে আবার বৌ উদ্ধারের জন্য থানায় অভিযোগ করে।
এছাড়াও আব্দুল কাদের নামে এক সেনা সদস্য বাড়ী করতে গেলে তার দাবিকৃত চাঁদা না দেওয়ায় বেধড়ক পিটিয়ে জখম করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
তার বরখাস্তের খবর শুনে মৌতলা বাজারের ব্যবসায়ীরা খুশিতে মিষ্টি বিতরণ করেছে এবং সস্তির নিশ্বাস ফেলেছে।