
জাতীয় ডেস্ক:
দুর্ঘটনা দিয়ে একটি মন্ত্রণালয়ের সফলতা কিংবা ব্যর্থতার বিচার করা ঠিক না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (২৯ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
সড়ক দুর্ঘনার বিষয়টি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, একটু কী খবর নিয়েছেন, আমাদের প্রতিবেশী ভারতে প্রতি মিনিটে কতটি দুর্ঘটনা ঘটে? কত লোক মারা যান। এ যে গতকাল সৌদি আরবে দুর্ঘটনায় ২০ জন মারা গেছেন, তাদের মধ্যে ১৮ জন বাংলাদেশি। এ দুর্ঘটনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃখও প্রকাশ করেছেন। এ নিয়ে আপনি কী বলবেন? দুর্ঘটনা নিয়ে কথা বলবেন, গাড়ি চাকা বিস্ফোরণ ঘটতেই পারে। এমন দুর্ঘটনা ঘটতেই পারে। একটি মন্ত্রণালয়ের যতগুলো মেগাপ্রকল্প এতদিন পর্যন্ত উদ্বোধন করা হয়েছে এ সরকারের আমলে অনেকগুলোর কাজ প্রায় শেষ। এত সাফল্য ম্লান করে দিয়ে শুধু দুর্ঘটনা নিয়ে কথা বলছেন। দুর্ঘটনা পৃথিবীর সব দেশে আছে। দুর্ঘটনা দিয়ে সফলতা ঢেকে দিতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত খবর করা হচ্ছে, এটা কেউ কেউ অনেক আগে থেকেই করে আসছে।
এখন যেখানে সাফল্য বেশি, সেটাকে অ্যাটাক করারও কৌশল থাকতে পারে, যখন রাজনৈতিক উদ্দেশ্য সংবাদপত্র বা মিডিয়ার উদ্দেশের কোনো মিল বা যোগসাজশ থাকে, তখন এ ধরনের নিউজ হতে পারে। এটি আর কোনো দেশে হয় না। সৌদি আরবের দুর্ঘটনা নিয়ে কেউ কোনো কথা বলেছেন, তা আমরা শুনিনি যোগ করেন মন্ত্রী।
আজ সাংবাদিকতা কোথায় চলে গেছে? আমি একটি বিবৃতি দিয়েছি, আপনি সেটি প্রকাশ করতে পারেন আবার না-ও করতে পারেন। আংশিকও করতে পারেন। কিন্তু আমার বিবৃতিতে আপনি মন্তব্য করার কে? এটি কী কোনো সংবাদমাধ্যম করতে পারে? এসব কিছু হলুদ সাংবাদিকতা, উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা, বলেন ওবায়দুল কাদের।
আমি এতদিন মন্ত্রিত্ব করছি, এখন পর্যন্ত কোনো সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা করিনি। সাভারের নবীনগরে একটি শিশুকে দশ টাকা দিয়ে তাকে দিয়ে স্বাধীনতার অর্থ বোঝাচ্ছে। চাল-ডাল-তেলের হিসাব মিলাচ্ছে এ কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সে বাচ্চার কী বিচারবুদ্ধি হয়েছে? এটি তো আমরা দেখছি। খবর প্রচার করে ভাইরাল করা আমরা দেখছি, এটি কী সাংবাদিকতা? এ রকম মিথ্যা। ছেলের নাম সবুজ, তাকে বানানো হয়েছে জাকির হোসেন, ছেলে স্কুলের ছাত্র, তাকে বানানো হয়েছে দিনমজুর। এটি কোন সাংবাদিকতা?