
জাতীয় ডেস্ক:
রাজধানীর গুলিস্তানের পাশে সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনার পরদিন আজ বুধবার সকাল থেকেই কয়েক ব্যক্তি তাদের স্বজনের খোঁজে এসেছেন। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে ফায়ার সার্ভিস উদ্ধারকাজে সাময়িক বিরতি টানে। আজ সকালে আবার উদ্ধারকাজ শুরু করে তারা। এর আগে সেখানে সেনাবাহিনীর একটি দল এসে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করবে।
সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদপুর উজ্জ্বল কুমার হালদার গণমাধ্যমকে বলেন, রাতে স্বজনরা পাঁচজন নিখোঁজ থাকার দাবি করে। পরে দুইজনের খোঁজ পাওয়া যায়। নিখোঁজ তিনজন হলো- মো. মেহেদী হাসান, ইমতিয়াজ মোহাম্মদ ভূইয়া (সেলিম) ও রবিন হোসেন।
সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সেখানে বিমর্ষ হয়ে বসে আছেন আবদুল মান্নান। তার মেয়ের স্বামী মেহেদি হাসান (স্বপন) এখানে একটি দোকানে ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একটু বাদে সেখানে এলেন স্বপনের ভাই সোহাগ। তাকে পেয়ে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন মান্নান। সোহাগ কাল থেকে হাসপাতালে হন্যে হয়ে ভাইকে খুঁজেছেন। কিন্তু পাননি।