প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা সদর উপজেলার উত্তর কুশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “স্কুল মিল্ক ফিডিং” কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ বি এম আব্দুর রউফ। উত্তর কুশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. নাজমুস সাকিব, সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল গণি প্রমুখ। উদ্বোধনী দিনে দুই শতাধিক ছাত্র-ছাত্রীকে আকিজের ফার্মফ্রেশ ২০০ মি.লি. করে দুধ খাওয়ানো হয়। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও মেধা বিকাশের লক্ষ্যে আগামী দুই বছর ব্যাপী প্রতিদিন স্কুল চলাকালে উপস্থিত সকল শিক্ষার্থীকে দুধ খাওয়ানো অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
দুই শতাধিক শিশুকে খাওয়ানো হলো দুধ সাতক্ষীরা সদরে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন
পূর্ববর্তী পোস্ট