নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন ঈগল প্রতীকে শেষ দিনের জনসভায় বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রার্থীর মধ্যে আমাদের বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ভাই সেরা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষথেকে আমাদের গ্রাম্য এলাকা শহরে পরিনত করেছেন। প্রিয় ভাইয়েরা আমাদের এ আসনে নৌকা নেই তার একটি কারণ আছে। আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা এবার সাতক্ষীরা ৪টি আসনে নৌকা দিয়েছিলো।’
কাজী আক্তার আরও বলেন ‘নেত্রীর যে গোয়েন্দা সংস্থা আছে তারা দেখলো যে সাতক্ষীরা সদরে বাবু ভাই ও নজরুল ভাইয়ের সাথে জামায়াতের কানেকশান আছে। জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে বাড়িতে লালন পালন করে এ নেতারা। যেদিন নৌকা উঠিয়ে নেওয়া হলো সেই রাতে আমাদের বাবু ভাই ও নজরুল ভাই কিভাবে রবিভাইকে হেনস্থা করবে তার জন্য রাতে আশু ভাইর বাড়ি গিয়ে দরবার করে।’ তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘আমরা দলে আওয়ামী লীগ, নেত্রী আমাদের শেখ হাসিনা আমরা বঙ্গবন্ধুর সৈনিক। আমরা কি লাঙ্গল প্রতীকের নেতার বাড়ি হাজির হতে পারি?’
কাজী আক্তার হোসেন আরও বলেন, কিছু দূর্বল চরিত্রের নেতারা প্রথমেই আশু ভাইর বাড়ি গিয়ে দেনদরবার করে তারা লাঙ্গলের প্রচারে মাঠে উঠে পড়ে লেগেছে। এমপি রবিকে হারাতে প্রার্থীর নয় তাদের খাওয়া ঘুম হারাম।