
জাতীয় ডেস্ক:
দিনাজপুরের দশমাইল এলাকায় বিআরটিসি বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত তিনজনের পরিচয় শনাক্ত হয়েছে।
নিহতরা হলেন: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের সাতনালা গ্রামের আব্দুল মান্নানের ছেলে পিকআপ চালক ফয়জার রহমান (৪৫), দিঘলনালী গ্রামের শামছুল হকের ছেলে শাহিনুর রহমান ওরফে সোহান (২০) এবং একই গ্রামের লিয়াকত আলীর ছেলে মোস্তাকিন (১৯)।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় রানীরবন্দর উপজেলা থেকে একটি পিকআপে করে চালকসহ তিনজন দিনাজপুর শহরের উদ্দেশ্যে রওনা করেন। পথে দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কের দশমাইল (দশদরবারপুর) নামক স্থানে সৈয়দপুরগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন পিকআপ যাত্রী নিহত হন।
দশমাইল হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জানান, ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশ তিনজনের মরদেহ দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে। আর আহতদের চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে।
দিনাজপুর ফায়ার সার্ভিস স্টেশনের সরকারি পরিচালক মঞ্জিল হক জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করেন। পরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।