
জি, এম, নজরুল ইসলাম (শ্যামনগর) মুন্সীগঞ্জ প্রতিনিধি: শ্যামনগরের মুন্সিগঞ্জে দশম শ্রেণীর ছাত্রীর সাথে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় জনগণের হাতে ধৃত হয়েছে। অতঃপর জরিমানা ও মুচলেকা দিয়ে বিষয়টি দফা-রফা করা হয়েছে।
জানা যায়, মুন্সিগঞ্জ গ্রামের গফুর শেখের পুত্র ভাড়ার চালিত মোটরসাইকেল চালক মজিবর রহমান ওরফে মজু (৩৫) একই গ্রামের এক দশম শ্রেণীর ছাত্রী (১৬) এর সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) রাত নয়টার দিকে ওই ছাত্রীর বাড়ীতে কেউ না থাকার সুযোগে মজু প্রবেশ করে অসামাজিক কাজে লিপ্ত হয়। এ সময় স্থানীয় জনতাকে সাথে নিয়ে ছাত্রীর পরিবারের সদস্যরা মজুকে আপত্তিকর অবস্থায় আটক করে।
পরে স্থানীয়দের দেওয়া খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় সাদা চেক ও সাদা ২ টি স্ট্যাম্পে সই করে এক মাসের মধ্যে ৮০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
এ বিষয়ে আতাউর সরদার জানান, মজুর সাথে ঐ মেয়ের দীর্ঘদিন অবৈধ সম্পর্ক ছিল। মজু বিবাহিত। বর্তমানে ১ স্ত্রী , দুই পুত্র ও ১ পুত্রবধূ আছে।
এ বিষয়ে অত্র (৪ নাম্বার) ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুর রহমানের (২১ফেব্রুয়ারি) শুক্রবার মুঠো ফোনটি বন্ধ থাকায় একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।