বাংলাদেশ দলিত পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি গৌরপদ দাস…(তথ্য বিবরণী)। উপস্থিত ছিলেন, হরিজন সাধারণ সম্পাদক জীবন কুমার, উপদেষ্টা মন্ডলীর শওকত হোসেন, উজ্জ্বল কুমার দাস, কার্তিক চন্দ্র দাস, রবিন সরকার, ময়নুল ইসলাম, মাওলা বক্স, টুম্পা রাণী দাস, সুম্মিতা দাস, রীনা রাণী দাস, কানন সরকার, তৌহিদুল ইসলাম, শুভংকর দাস প্রমুখ। আলোচনাসভায় বক্তারা বলেন, বাংলাদেশ দলিত পরিষদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলিত পরিষদের সভাপতি গৌর পদ দাস একা নন। দলিত মানে সংঘবদ্ধ দল। এ দলের সকলেই এক সাথে কাজ করতে হবে অধিকার আদায়ের জন্য। কোথাও দলিতদের অধিকার খর্ব হলে সেখানে সংঘবদ্ধভাবে অধিকার আদায় করতে হবে। এছাড়া দলিত,বেদে হরিজন ৪,৫ ও ৯ মাস পরেও বয়স্ক ভাতা পান না। অবিলম্বে এসকল বৈষম্য দুরীকরণের দাবি জানান বক্তারা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পিছিয়ে পড়া দলিত জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নের লক্ষে হাজার কোটি টাকা বরাদ্দ দিলেও কতিপয় অসাধু কর্মকর্তাদের কারণে আমরা বঞ্চিত হচ্ছি। এবিষয়ে সকলের সুদৃষ্টি কামনা করেন তারা।