
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার দরগাহপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীক প্রত্যাশী শেখ গোলাম কুদ্দুছ (ময়না) নির্বাচনী গণসংযোগ করেছেন। শুক্রবার সকালে ইউনিয়নের ৪নং ওয়ার্ড (খাসবাগান) এলাকায় ডোর টু ডোর গণসংযোগ করেন তিনি। এসময় তিনি এলাকার অসহায় মানুষের পাশে থাকা, এলাকার সমস্যা নিরসনে আত্মনিয়োগী হওয়া, অনিয়ম দুর্নীতি প্রতিরোধ করা এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তথা আওয়ামীলীগ সরকারের এজেন্ডা বাস্তবায়ন, দলীয় নেতা-কর্মী ও পরিষদের সদস্যদের সাথে নিয়ে ইউনিয়নকে আধুনিক ইউনিয়নে পরিণত করতে দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন। তিনি আরও বলেন, আপনাদের দাবীর প্রেক্ষিতে বর্তমানে বাইরের ব্যস্ততা কমিয়ে এলাকায় এসেছি। আমি আওয়ামীলীগের মনোনীত প্রার্থী তথা নৌকা প্রতীক প্রত্যাশী। ইনশাআল্লাহ আমি নৌকা নিয়েই চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। আমি চেয়ারম্যান হতে পারলে আমার প্রথম কাজ হবে মাদক নির্মূল করা। এছাড়াও এলাকার জলাবদ্ধতা দূর করা, সকল সরকারি সহায়তা তছরুফ বা আত্মসাৎ না করে বিতরণ করা, রাস্তাঘাটের উন্নয়ন করা, মেম্বারদের সাথে নিয়ে নিয়মিত মিটিং করে সততার সাথে কাজ করাই আমার প্রত্যয়। এসময় তিনি সকলকে তার জনকল্যাণমূলক চিন্তাভাবনাকে বাস্তবায়নে আগামী নির্বাচনে তার পাশে থাকতে অনুরোধ জানান। গণসংযোগকালে শেখ আফজাল হোসেন, প্রবীণ সাংবাদিক শেখ হিজবুল্লাহ, শেখ মোস্তাফিজুর রহমান ডাবলু, আবুল কাশেম সরদার, গহর আলী, নূর ইসলামসহ চেয়ারম্যান প্রার্থীর কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।