তিন সপ্তাহ ধরে অনুপস্থিত থাকার পর কাজে যোগ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।
সোমবার (১ জুন) সকালে তিনি কাজে যোগ দেন তিনি।
কাজে যোগ দিয়ে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আবুল কালাম আজাদ।
সেইসঙ্গে করোনার বিরুদ্ধে লড়াইয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সবাইকে নিয়ে আরো জোরালো গতিতে কাজ এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। এ ছাড়া করোনায় যাঁরা মৃত্যুবরণ করেছেন তাঁদের আত্মার শান্তি কামনা ও আক্রান্তদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
তিন সপ্তাহ অনুপস্থিত থাকাকালীন তার পরিবর্তে ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের অনুপস্থিতির বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদফতর থেকে তিনি কী রোগে ভুগছেন সে সম্পর্কে কোনো সুস্পষ্ট বক্তব্য দেয়া হয়নি। স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তাদের কাছে জিজ্ঞাসা করেও এর সদুত্তর পাওয়া যায়নি।
বিভিন্ন সূত্রে জানা গেছে, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। শুরুর দিকে বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করছিলেন তিনি। মাঝে শ্বাস প্রশ্বাসের কষ্ট দেখা দিলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নিতে হয়।
সরকারিভাবে করোনা চিকিৎসার জন্য সরকারি হাসপাতাল প্রস্তুত করা হলেও কেন তাকে সিএমএইচে চিকিৎসা গ্রহণ করতে হলো এ নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়েছে। অনেকেই প্রশ্ন তুলে বলেছেন, ‘স্বাস্থ্য মহাপরিচালকের নিজেরই সরকারি হাসপাতালের ওপর ভরসা নেই।’
তবে দেশে করোনাভাইরাস সংক্রমণের বেশ কিছুদিন আগে থেকে সংক্রমণ প্রতিরোধে ব্যাপক তৎপর ছিলেন স্বাস্থ্য মহাপরিচালক। অসুস্থ হওয়ার আগে পর্যন্ত দিনরাত অবিরাম পরিশ্রম করেন তিনি।